প্রকাশিত: ২২ অগাস্ট, ২০২৩ ০৩:২৯:৩৪
শরীয়তপুর প্রতিনিধিঃ সোমবার (২১ আগস্ট) বিকেল ৪টায় শরীয়তপুর নড়িয়া উপজেলার আউশ ধান বীজ উৎপাদন প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
২০২৩-২৪ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায়
নড়িয়া ঘড়িষার ইউনিয়নের সুরেশ্বর গ্রামে আউস ধানের ব্রিধান-৮২ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিস আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আবুল হোসেন মিয়া।
নড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান এর সভাপতিত্বে মাঠ দিবসে বক্তব্য রাখেন, জেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবুল হোসেন মিয়া।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ ও প্রায় ৫০জন কৃষক কৃষাণী ।
এ সময় জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক জানান, আউশের ব্রিধান-৮২ জাতের বীজ উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি বীজ সংরক্ষণে ব্যাপক ভুমিকা পালনে তৎপর রয়েছে কৃষি অফিস।
প্রজন্মনিউজ২৪/ইমরান
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS